বগুড়ায় মেরিনা মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  • Update Time : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • / 155

বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ৬ষ্ঠ তলায় এই আগুনের ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, মার্কেটটি মূলত ইলেক্ট্রনিক্স ও ওষুধের পাইকারি বেচাকেনা হয়ে থাকে। আগুন লাগা ষষ্ঠ তলায় পুরোটা জুড়েই ইলেক্ট্রনিক্স ও ওষুধের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্স নামে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় মেরিনা মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

Update Time : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ৬ষ্ঠ তলায় এই আগুনের ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, মার্কেটটি মূলত ইলেক্ট্রনিক্স ও ওষুধের পাইকারি বেচাকেনা হয়ে থাকে। আগুন লাগা ষষ্ঠ তলায় পুরোটা জুড়েই ইলেক্ট্রনিক্স ও ওষুধের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্স নামে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।