বইমেলায় রাশেদের নতুন বই ‘ফিলিং চিলিং’
- Update Time : ০১:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / 231
রেজা শাহীন:
স্ট্যান্ডআপ কমেডিয়ান মীরাক্কেল দশের অন্যতম ফাইনালিস্ট আফনান আহমেদ রাশেদের স্যাটায়ার রম্য নিয়ে নতুন বই ‘ফিলিং চিলিং’।
রম্য কিংবা জোকসের বই মানেই অন্যরকম ভালোলাগা, আনন্দ কিংবা প্রাণবন্ত অনূভুতি।সেইসব অনূভুতির চমৎকার বহিঃপ্রকাশ ‘ফিলিং- চিলিং’ বই। বইটিতে রয়েছে দুর্দান্ত সব স্যাটায়ার, সেন্স অব হিউমার, কমিক পাঞ্চলাইন, ক্রিঞ্চ কমেডি সহ বিভিন্ন কৌতুক।
এর আগে রাশেদের ‘মীরাক্কেল এক্সপ্রেস’ নামে ২০২২ সালের অমর একুশে বইমেলায় বই প্রকাশিত হয়।
রাশেদ বলেন, ”মীরাক্কেলের ভেতর বাহিরে নানান গল্প নিয়ে লিখেছিলাম ২০২২ সালে ‘মীরাক্কেল এক্সপ্রেস’ বইটি। সেই সময়ে মানুষের ভালোবাসায় বইটি প্রচুর পাঠক প্রিয়তা পায়। সেই সুবাদেই এবার চেষ্টা করেছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য লেখা আমার এই ভিন্নধর্মী বই ফিলিং চিলিং। আশা করি, বইটি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের ভীষণ ভালো লাগবে এবং বরাবরের মতোই এবারও আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করবে।”
‘ফিলিং চিলিং’ বইটি অমর একুশে বইমেলায় প্রাঙ্গণে শিখা প্রকাশনীর ৩০১-৩০৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ঘরে বসেও পাঠকরা রকমারি, পিবিএস, প্রথমা, বইফেরী সহ বিভিন্ন মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন।
তাছাড়া বইটি সংগ্রহ করলে থাকছে নিশ্চিত বুকমার্ক উপহার, চাবির রিং সহ নানান উপহার এবং বইটির সঙ্গে থাকছে বিশেষ অফার, ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রী দাঁতের কনসাল্ট্যান্ট এবং চিকিৎসায় বিশেষ ছাড়।
শিখা প্রকাশনীর প্রকাশক কাজী নাফিজুল ইসলাম বলেন, ”ফিলিং চিলিং’ বই নিয়ে এবার আমরা ভীষণ আশাবাদী। লেখকের মীরাক্কেল এক্সপ্রেস বইটিও শিখা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছিল। লেখক যেমন প্রাণবন্ত মানুষ, ‘ফিলিং চিলিং’ বইটি পাঠককে ভীষণ ভাবে আনন্দ দেবে।”