ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু
- Update Time : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / 115
ফরিদপুরের ভাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ দুইজন মারা গেছেন। এ নিয়ে ভাঙ্গা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় বুধবার (২৪ জুন) দুপুরে তাদের নিজ গ্রামে দাফন করা হয়েছে।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা আ. শুকুর মিয়া (৭৬) করোনায় আক্রান্ত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে সে মারা যায়। এদিকে, ৫০বছর বয়েসী আরেক এক নারীও মারা গেছেন।
তার বাড়ি উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল রহমান খান জানান, করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মুক্তিযোদ্ধা আ. শুকুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দাফন করা হয়েছে। আরেকজন মহিলাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।