ফরিদগঞ্জ পাইউবি প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
- Update Time : ০৩:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / 161
আমান উল্যাহ খান,ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
কথায় আছে মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক উত্তম, তাই আমরা আমাদের সমাজকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো। সমাজকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে সমাজ ব্যবস্থা হতেহবে যেমন শিক্ষিত, তেমন আমরা আমাদের শিক্ষাঙ্গনকে সুন্দর করে সাজাতে হলে শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজায়ন করতে হবে।
.
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়।
.
রবিবার (৫ই জুলাই)সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ছলিম উল্লা বিএবিএড। এসময় এসোসিয়েশন এর পক্ষ থেকে ২৭০টি ফলজ, বনজ, ভেষজ এবং ঔষধি গাছ রোপন করা হয়।
.
বৃক্ষরোপণ কর্মসূচির পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এদিকে, শারীরিক অসুস্থতার জন্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ না করতে পারায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব দুঃখ প্রকাশ করেন।
.
এ বিষয়ে মুঠোফোনে তিনি জানান, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এমন সামাজিক কাজকে আমরা স্বাগত জানাই। অত্রবিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরেও প্রাক্তন ছাত্ররা বিদ্যালয় প্রাঙ্গন সবুজায়ন করার জন্য যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা আনন্দিত। বিদ্যালয়ের গাছের চারা সঠিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
.
এছাড়া, বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভবিষ্যতেও পাইকপাড়া ইউজি হাই স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন নানামুখী কার্যক্রম চলমান রাখবে বলে জানান প্রাক্তন ছাত্ররা। তারা আরো জানান, রোপণকৃত চারাগুলোর সঠিকভাবে পরিচর্যা, পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য দুইজন বেতনভুক্ত লোক নিয়োগ করা হয়েছে।
.
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন সহ গ্রন্থাগারিক রেজোয়ান আজম রেজা ছাত্রপ্রমুখ।
Tag :