ফরিদগঞ্জে ১০ম গ্রেড দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি
- Update Time : ০৭:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / 10
বিশেষ প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড যোগ্যতা ও ন্যায্যতার আলোকে বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলী মন্ডলের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন শিক্ষকগণ। এসময় বক্তারা বলেন, র্শিক্ষা নামক মহান পেশায় আমরা নিয়োজিত থাকলেও আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। এই বৈষম্যের অবসান না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। তারা বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. বাহাউদ্দিন তালুকদার, মো.জহিরুল ইসলাম, মো.মিজানুর রহমান, মো.বিল্লাল হোসেন খান, মো.ইব্রাহিম মিয়া, মোহাম্মদ উল্লাহ, মাহাবুবুর রহমান, জাহাঙ্গীর সরকার কামরুল, তানজিনা আক্তার, মো.ফারুকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রধান শিক্ষকগণ।