ফরম ফিলাপের টাকা জোগাড় হয়নি, শিক্ষার্থীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ১৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

ফরম ফিলাপের টাকা জোগাড় করতে না পারায় রাজধানীর উত্তরায় অর্পা হাসান (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অর্পা তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ডিপ্লোমা কোর্সের কম্পিউটার সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

অর্পার মা রুপা আহমেদ জানান, অর্পার বাবার সঙ্গে দু’বছর আগে তার ডিভোর্স হয়। এরপর থেকে ওর লেখাপড়ার খরচ দিতো খালারা। আজ পরীক্ষার ফরম ফিলাপের ফি জমা দেওয়ার শেষ দিন ছিল অর্পার। কিন্তু সময়মতো টাকা পায়নি। হয়তো টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করতে পারে বলে মায়ের ধারণা।

তিনি বলেন, আমি বাজারে গিয়েছিলাম। বাসায় ফিরে দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছিলো অর্পার দেহ। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-বারাকা হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত অর্পা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামগঞ্জ বদরপুর গ্রামের হাসান ইমামের একমাত্র মেয়ে ছিল। বর্তমানে উত্তর শাহজাহানপুর ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতো।

Tag :

Please Share This Post in Your Social Media

ফরম ফিলাপের টাকা জোগাড় হয়নি, শিক্ষার্থীর আত্মহত্যা!

Update Time : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ফরম ফিলাপের টাকা জোগাড় করতে না পারায় রাজধানীর উত্তরায় অর্পা হাসান (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অর্পা তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ডিপ্লোমা কোর্সের কম্পিউটার সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

অর্পার মা রুপা আহমেদ জানান, অর্পার বাবার সঙ্গে দু’বছর আগে তার ডিভোর্স হয়। এরপর থেকে ওর লেখাপড়ার খরচ দিতো খালারা। আজ পরীক্ষার ফরম ফিলাপের ফি জমা দেওয়ার শেষ দিন ছিল অর্পার। কিন্তু সময়মতো টাকা পায়নি। হয়তো টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করতে পারে বলে মায়ের ধারণা।

তিনি বলেন, আমি বাজারে গিয়েছিলাম। বাসায় ফিরে দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছিলো অর্পার দেহ। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-বারাকা হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত অর্পা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামগঞ্জ বদরপুর গ্রামের হাসান ইমামের একমাত্র মেয়ে ছিল। বর্তমানে উত্তর শাহজাহানপুর ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতো।