নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো ডিম আমদানির অনুমতি
ক্রমাগত দাম চড়তে থাকার মধ্যে দেশে প্রথমবারের মতো ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আর আমদানির অনুমতি পেয়েছে চারটি প্রতিষ্ঠান।
ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির পর সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি।
তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।প্রথমবারের মতো ডিম আমদানির অনুমতি