পীরগঞ্জে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদকারবারি গ্রেফতার
- Update Time : ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / 15
পীরগঞ্জ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা এর সার্বিক দিক-নিদের্শনায় জেলার পীরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ১৮ আগস্ট পৌরসভার ভেলাতোড় ভদ্রপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে,মইনুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে ৭০ (সত্তর) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। মামুন উপজেলার ভেলাতোর ভদ্রপাড়া ভাকুড়া গ্রামের মৃত জমিরউদ্দিনের ছেলে। পুলিশ জানায় ঘটনার দিন মাদক বিরোধী অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভদ্রপাড়া হতে বীরহলী গামী পাকা রাস্তার উপর থেকে ৭০ (সত্তর) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মাদক কারবারিকে মইনুলকে গ্রেফতার করা করেছে। পরে ১৯ আগস্ট গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করে আসামিকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে, মর্মে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানিয়েছেন।