পাকিস্তানে ৭ দেশের গোয়েন্দা প্রধানের বৈঠক
- Update Time : ০১:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / 170
আন্তর্জাতিক ডেস্ক:
চীন, রাশিয়াসহ মধ্য এশিয়ার পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন আইএসআই প্রধান জেনারেল ফায়েজ হামিদ। ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শুক্রবার কাবুল থেকে ফেরার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠকে মিলিত হন তিনি।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এতে চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধানরা যোগ দেয়।
বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান নিরাপত্তা, তালেবান নেতৃত্বের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
এর আগে পাকিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীন,পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ও তুর্কেমিস্তান অংশ নিলেও রাশিয়া অংশগ্রহণ করেনি।