পদ্মায় যাত্রীসহ ডুবল মাইক্রোবাস
- Update Time : ০১:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / 177
নিজস্ব সংবাদদাতা:
রাজবাড়ির দৌলতদিয়ায় ৫ নং ফেরিঘাটে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ৫ থেকে ৬ জন যাত্রী নিয়ে পদ্মায় ডুবে গেছে একটি প্রাইভেট মাইক্রোবাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা পৌনে বারোটার সময় প্রচন্ড ঝড় শুরু হয়। এতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে পল্টুনের রশি ছিঁড়ে পল্টুনটি নদীর ভেতরে চলে যায়। সাথে সাথে পল্টুনে থাকা ওই প্রাইভেটকারটি নদীতে পড়ে তলিয়ে যায়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল ইসলাম জানান, এরই মধ্যে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে। সেই সাথে উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটির ঘাটে তোলা হয়েছে।