নীল বারান্দা 

  • Update Time : ০৬:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 166
নীল বারান্দা 
— শাহীনুল ইসলাম
মন একটা খুঁটিহীন ঘর,
বেলকোনি বিশাল আকাশ,
উদাস নীল।
.
আমি, আমরা উড়ে যাই, যে যার সামর্থ মতো।
হাওয়ার পাখনায় ঘুরে বেড়াই নীল।
কে বলে আকাশ ধরা যায়না!
ঘরের ভিতর আকাশ, এক আকাশ মন আমার।
.
যে দৃষ্টি উঁচুনিচু দেহ ছোঁয়, সে দৃষ্টি ঘরকে নয়!
অন্ধ বোবা আকর্ষণ—স্বার্থ, অদ্ভুত শব্দ!
.
চারদিকে যে চোখ আমার,
সে চোখ রাত্রি পেরিয়ে ছাদ স্পর্শ করতে পারে না!
পৃথিবীটাই হারিয়ে যায় ,সত্য। হারিয়ে প্রিয় মানুষ!
.
তুমি প্রেম,
তোমার ভেতর মনঘর,
ঘরের ভেতর পৃথিবী,
নীল আকাশ বারান্দা ….
.
লেখক : কবি ও নাট্যকার, মধুপুর, টাঙ্গাইল।
.
Tag :

Please Share This Post in Your Social Media

নীল বারান্দা 

Update Time : ০৬:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
নীল বারান্দা 
— শাহীনুল ইসলাম
মন একটা খুঁটিহীন ঘর,
বেলকোনি বিশাল আকাশ,
উদাস নীল।
.
আমি, আমরা উড়ে যাই, যে যার সামর্থ মতো।
হাওয়ার পাখনায় ঘুরে বেড়াই নীল।
কে বলে আকাশ ধরা যায়না!
ঘরের ভিতর আকাশ, এক আকাশ মন আমার।
.
যে দৃষ্টি উঁচুনিচু দেহ ছোঁয়, সে দৃষ্টি ঘরকে নয়!
অন্ধ বোবা আকর্ষণ—স্বার্থ, অদ্ভুত শব্দ!
.
চারদিকে যে চোখ আমার,
সে চোখ রাত্রি পেরিয়ে ছাদ স্পর্শ করতে পারে না!
পৃথিবীটাই হারিয়ে যায় ,সত্য। হারিয়ে প্রিয় মানুষ!
.
তুমি প্রেম,
তোমার ভেতর মনঘর,
ঘরের ভেতর পৃথিবী,
নীল আকাশ বারান্দা ….
.
লেখক : কবি ও নাট্যকার, মধুপুর, টাঙ্গাইল।
.