নির্বাচনী গণসংযোগকালে হৃদরোগে আক্রান্ত নৌকার প্রার্থী

  • Update Time : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / 203
যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার উপ নির্বাচন গণসংযোগকালে নৌকার প্রার্থী হৃদরোগে আক্রান্ত।

প্রচারনার শেষ দিনে নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছেন সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। রবিবার সন্ধ্যায় তিনি উপজেলার ভেকুটিয়া এলাকায় গণসংযোগকালে অসুস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে নেতাকর্মীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে রাতেই তাকে খুলনায় পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শওকত আলী জানান, তাকে সুস্থ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। অবস্থা গুরুতর নয়। তবে ৭২ ঘন্টার আগে আশঙ্কামুক্ত এটাও বলা যাচ্ছে না। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে অবস্থা গুরুতর। তার এনজিও গ্রাম করাতে হবে। কিন্তু যশোরে সেই ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ডাক্তারা খুলনায় পাঠিয়েছেন।

মঙ্গলবার যশোর যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নুরজাহান ইসলাম নীরা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে প্রার্থী হয়েছেন বিএনপির নূর-উন-নবী। রবিবার ছিলো নির্বাচনী প্রচারণার শেষ দিন।

এদিকে, নির্বাচনী প্রচারণার শেষ দিনেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা জুড়ে ব্যাপক গণসংযোগ করেছেন। করেছেন নির্বাচনী পথসভা, নৌকার প্রচার মিছিল। অসুস্থ্য হওয়া আগে সারাদিন নির্বাচনী মাঠে ছিলেন নুরজাহান ইসলাম নীরাও। প্রচন্ড গরমের কারনেই তিনি হৃদরোগে আ্ক্রান্ত  হয়েছেন বলে ডাক্তাররা মনে করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নির্বাচনী গণসংযোগকালে হৃদরোগে আক্রান্ত নৌকার প্রার্থী

Update Time : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার উপ নির্বাচন গণসংযোগকালে নৌকার প্রার্থী হৃদরোগে আক্রান্ত।

প্রচারনার শেষ দিনে নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছেন সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। রবিবার সন্ধ্যায় তিনি উপজেলার ভেকুটিয়া এলাকায় গণসংযোগকালে অসুস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে নেতাকর্মীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে রাতেই তাকে খুলনায় পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শওকত আলী জানান, তাকে সুস্থ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। অবস্থা গুরুতর নয়। তবে ৭২ ঘন্টার আগে আশঙ্কামুক্ত এটাও বলা যাচ্ছে না। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে অবস্থা গুরুতর। তার এনজিও গ্রাম করাতে হবে। কিন্তু যশোরে সেই ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ডাক্তারা খুলনায় পাঠিয়েছেন।

মঙ্গলবার যশোর যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নুরজাহান ইসলাম নীরা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে প্রার্থী হয়েছেন বিএনপির নূর-উন-নবী। রবিবার ছিলো নির্বাচনী প্রচারণার শেষ দিন।

এদিকে, নির্বাচনী প্রচারণার শেষ দিনেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা জুড়ে ব্যাপক গণসংযোগ করেছেন। করেছেন নির্বাচনী পথসভা, নৌকার প্রচার মিছিল। অসুস্থ্য হওয়া আগে সারাদিন নির্বাচনী মাঠে ছিলেন নুরজাহান ইসলাম নীরাও। প্রচন্ড গরমের কারনেই তিনি হৃদরোগে আ্ক্রান্ত  হয়েছেন বলে ডাক্তাররা মনে করছেন।