নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন: সাব্বির অর্ণব

  • Update Time : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
  • / 392
নিজস্ব প্রতিনিধি:
করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকার আহবান করেছেন তরুণ অভিনেতা সাব্বির অর্ণব। সাব্বির বলেন, করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্বই আজ বিপর্যস্ত। বাংলাদেশেও প্রকোপ বেড়ে চলেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে চেষ্টা করছি সবাইকে সতর্ক ও সচেতন করার। তবে আমি মনে করছি,শুধু সচেতন করাই যথেষ্ট নয়, এই দুর্যোগের সময় আমাদের অসহায়দের পাশেও দাঁড়াতে হবে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে।
.
তরুণ এই অভিনেতা বলেন, আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে করলে সেটিই বড় হয়ে উঠবে। আমরা সমালোচনায় না মেতে যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তাহলেই করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সবাই স্বাস্থ্যবিধী মেনে চলুন।
.
এই মডেল বলেন, আপনারা করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবেন না, করোনা ভাইরাস এড়াতে সরকারের নির্দেশনা মেনে আর কিছু দিন বাসায় থাকুন।
.
বাইরে যাওয়ার খুব প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করুন এবং বাসায় ফিরে সবান বা স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। সবার প্রতি অনুরোধ, কেউ ময়লা হাতে নাক, মুখ ও চোখে হাত লাগাবেন না, সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। পরিবারের প্রিয়জনদের সাথে সময় কাটান। আপনি সুস্থ থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ রাখুন।
.
May be an image of Sabbir Arnob
.
তরুণ এই অভিনেতা বলেন, সময় না কাটলে টেলিভিশন দেখুন, বই পড়ুন, নাটক দেখুন।তাও যদি সময় কাটাতে না পারেন, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করুন,গেম খেলুন তবুও বাসায় থাকুন
.
সাব্বির বলেন, রমজান ও ঈদের কারনে দেশে এখন অনেক জায়গায় ছোট মার্কেটগুলা খুলতেছে যা করোনায় ভয়াবহ রুপ ধারণ করতে পারে। তাই জরুরী প্রোয়জন ছাড়া কেউ মার্কেটে যাবেন না। জনসমাগম এড়িয়ে চলুন। নিজে নিরাপদ থাকুন, দেশকে ভালো রাখুন। করোনা যুদ্ধে আমাদের জয় হবে।

Please Share This Post in Your Social Media

নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন: সাব্বির অর্ণব

Update Time : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
নিজস্ব প্রতিনিধি:
করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকার আহবান করেছেন তরুণ অভিনেতা সাব্বির অর্ণব। সাব্বির বলেন, করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্বই আজ বিপর্যস্ত। বাংলাদেশেও প্রকোপ বেড়ে চলেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে চেষ্টা করছি সবাইকে সতর্ক ও সচেতন করার। তবে আমি মনে করছি,শুধু সচেতন করাই যথেষ্ট নয়, এই দুর্যোগের সময় আমাদের অসহায়দের পাশেও দাঁড়াতে হবে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে।
.
তরুণ এই অভিনেতা বলেন, আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে করলে সেটিই বড় হয়ে উঠবে। আমরা সমালোচনায় না মেতে যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তাহলেই করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সবাই স্বাস্থ্যবিধী মেনে চলুন।
.
এই মডেল বলেন, আপনারা করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবেন না, করোনা ভাইরাস এড়াতে সরকারের নির্দেশনা মেনে আর কিছু দিন বাসায় থাকুন।
.
বাইরে যাওয়ার খুব প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করুন এবং বাসায় ফিরে সবান বা স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। সবার প্রতি অনুরোধ, কেউ ময়লা হাতে নাক, মুখ ও চোখে হাত লাগাবেন না, সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। পরিবারের প্রিয়জনদের সাথে সময় কাটান। আপনি সুস্থ থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ রাখুন।
.
May be an image of Sabbir Arnob
.
তরুণ এই অভিনেতা বলেন, সময় না কাটলে টেলিভিশন দেখুন, বই পড়ুন, নাটক দেখুন।তাও যদি সময় কাটাতে না পারেন, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করুন,গেম খেলুন তবুও বাসায় থাকুন
.
সাব্বির বলেন, রমজান ও ঈদের কারনে দেশে এখন অনেক জায়গায় ছোট মার্কেটগুলা খুলতেছে যা করোনায় ভয়াবহ রুপ ধারণ করতে পারে। তাই জরুরী প্রোয়জন ছাড়া কেউ মার্কেটে যাবেন না। জনসমাগম এড়িয়ে চলুন। নিজে নিরাপদ থাকুন, দেশকে ভালো রাখুন। করোনা যুদ্ধে আমাদের জয় হবে।