না ফেরার দেশে ঢাবি অধ্যাপক জিয়া রহমান
- Update Time : ১০:১৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / 52
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সামাজিক অনুষদের নীল দলের সিনিয়র সদস্য, ক্রিমিনলোজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার ভোর আনুমানিক চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী।
হাসান এ শাফী বলেন, আমাদের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর আগে তিনি সাড়ে তিনটার দিকে আমাকে কল দিয়ে জানান তার খারাপ লাগছে। আমি তার বাসার নিচে যাওয়ার আগে তিনি লিফট দিয়ে নিচে নামেন। আমরা তাকে ৩টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে যাই।
সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
জানাজা ও দাফনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অধ্যাপকের পরিবারের সবাই আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।