নবীনগরে ১১৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

  • Update Time : ০৭:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / 16

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৪ খ্রি: উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১১৪টি দুর্গাপূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রত্যেক পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. বিনয় চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, ওসি মোহাম্মদ হুমায়ুন কবির, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুব্রত সরকার, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জামেয়াত ইসলামীর পৌর আমির মুকলেসুর রহমান, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মমিনুল হক ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান এমআর মুজিব, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মানিক বিশ্বাস, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, শ্যামা প্রসাদ চক্রবর্তী প্রমুখ।

বক্তারা শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং পূজামণ্ডপের আশেপাশে নেশাদ্রব্য গ্রহণ ও উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ দিন সকালে নবীনগর থানা কম্পাউন্ডে ওসি মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলার ১১৪টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের উপস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে ১১৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

Update Time : ০৭:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৪ খ্রি: উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১১৪টি দুর্গাপূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রত্যেক পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. বিনয় চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, ওসি মোহাম্মদ হুমায়ুন কবির, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুব্রত সরকার, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জামেয়াত ইসলামীর পৌর আমির মুকলেসুর রহমান, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মমিনুল হক ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান এমআর মুজিব, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মানিক বিশ্বাস, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, শ্যামা প্রসাদ চক্রবর্তী প্রমুখ।

বক্তারা শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং পূজামণ্ডপের আশেপাশে নেশাদ্রব্য গ্রহণ ও উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ দিন সকালে নবীনগর থানা কম্পাউন্ডে ওসি মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলার ১১৪টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের উপস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।