নবাবগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক আদিবাসী শ্রমিক নিহত
- Update Time : ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / 148
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে ইটভাটায় কাজ করতে যাবার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিবলার হাসদা (৫০) নামের এক আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকের চালক, হেলপারসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে থানা পুলিশ।
.
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ভাদুরিয়া সড়কের দুমাইল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত শিবলাল হাসদা ওই এলাকার খয়েরগুনি কাঠাল পাড়া সুবল হাসদার ছেলে।
.
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বলেন, ‘শুক্রবার সকালে ভাদুরিয়া থেকে নবাবগঞ্জে একটি খালি ট্রাক আসছিল। পথে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের পূর্ব পাশে দুমাইল নামক স্থানে পাকা রাস্তার ওপর হঠাৎ করে শিবলাল হাসদা ট্রাকের সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
.
ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে লাশ, ট্রাকের চালক হেলপারসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
.
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিবলাল হাসদা নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় ট্রাকচালক মো. মোকলেস রহমান ও ট্রাকের হেলপার মোস্তাফিজারকে আটক করা হয়েছে।
Tag :