নওগাঁর রাণীনগরে গোনা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত তিনতলা ভবনের উদ্বোধন
- Update Time : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / 180
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গোনা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার গোনা উচ্চ বিদ্যালয় ভবনটির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন। এর আগে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে প্রায় ৭৫ লাখ টাকার ব্যায়ে ভবনটি নির্মাণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল।
গোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফিরোজুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, গোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমানসহ অনেকেই।