ধানমন্ডির ৩০০ কোটি টাকার বাড়ির মালিক সরকার: আপিল বিভাগ
- Update Time : ০১:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / 135
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি দামের পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
ঙঙঠ: এই সম্পত্তির মালিকানা দাবি করে এস নেহাল আহমেদের লিভ টু আপিল খারিজ করে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট দায়ের করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ বহাল রেখেছেন আদালত। রাষ্ট্রপক্ষের তথ্য অনুয়ায়ী, ১৯৭২ সালে বাড়িটির তৎকালীন মালিক ছেড়ে যাওয়ার পর সরকার ওই সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে।
এই সম্পত্তির উত্তরাধিকার হিসেবে মালিকানা দাবি করে সাংবাদিক আবেদ খান ১৯৮৯ সালে কোর্ট অব সেটেলমেন্টে মামলা করেন।
Tag :