দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • / ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে গত একদিনে তাপমাত্রা কোথাও সামান্য বেড়েছে, কোথাও কমেছে। আগামী ২৪ ঘণ্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের শুরুতে ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াম, গতকাল বুধবার রংপুরে এ তাপমাত্রা রেকর্ড হয়। ঠিক একদিন আগে কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

Update Time : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে গত একদিনে তাপমাত্রা কোথাও সামান্য বেড়েছে, কোথাও কমেছে। আগামী ২৪ ঘণ্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের শুরুতে ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াম, গতকাল বুধবার রংপুরে এ তাপমাত্রা রেকর্ড হয়। ঠিক একদিন আগে কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।