দরপতনের শীর্ষে হামি ইন্ডাস্ট্রিজ
- Update Time : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / 15
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ১৯১টি কোম্পানির। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার দিন শেষে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৩৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩০ টাকা বা ৭ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৩১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসএস ক্যাবলস পিএলসি, নিউলাইন ক্লোথিংস লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, শুরউইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি।