দরপতনের শীর্ষে সোনালী পেপার
- Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / 11
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিব সোমবার (০২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (২ সেপ্টেম্বর) সোনালী পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইয়াকিন পলিমারের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।
সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, কপারটেক, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফরচুন সুজ, এমারেল্ড অয়েল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।