তোষামোদকারী থেকে সাবধান থাকুন

  • Update Time : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / 487

বর্তমানে আপনার একটা ভালো অবস্থান আছে। এই সময় এমন দুই-চারজন আপনার পাশে জুটবে, যারা আপনাকে একেবারে গাছের মগডালে তুলে দেবে। তখন সবাইকে আপনার খুব ছোট মনে হবে, কাউকে মূল্যায়ন করতে ইচ্ছা হবেনা।

তারা আপনাকে একটা বেরিকেডে আটকে ফেলবে। আপনার মনে হবে, আপনার কাউকে দরকার নেই। কারণ সেই দুই-চারজন আপনাকে অসীম আত্মবিশ্বাসের জোয়ারে ভাসিয়ে দেবে। আপনাকে আপনার পূর্বের চেনা পৃথিবী থেকে আলাদা করে দেবে। চেনা মানুষগুলোকে অচেনা বানিয়ে দেবে।

সময়ের পরিক্রমায় একটা সময় আপনার অবস্থার পরিবর্তন হবে। অর্থ-বিত্ত, অবস্থান, প্রভাব-প্রতিপত্তি কমে যাবে। এমন সময় সবার আগে যে দুই-চারজন মানুষের জন্য আপনি গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, যারা আপনাকে চরম আত্মবিশ্বাসী এবং অহংকারী করে তুলেছিল, তারাই সবার আগে সরে যাবে। তাদের ছায়াও আর খুঁজে পাওয়া যাবে না।

আপনার অবস্থার পরিবর্তনের সাথে সাথে বিভিন্নজনের সাহায্য সহযোগিতার দরকার হবে, যা পৃথিবীর নিয়ম। একসময় যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তারাও আর আপনার কাছে আসবে না। পৃথিবীর বাস্তবতা তখন আপনার কাছে পরিষ্কার হবে।

মানুষের একটা চিরাচরিত ভুল হচ্ছে, সুবিধাজনক অবস্থানে থাকতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কখনোই ভাবে না। অথচ সেটাই ভাবা উচিত। আর সকল অবস্থায়, তোষামোদকারী থেকে সাবধান থাকুন।

লেখকঃ রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

Tag :

Please Share This Post in Your Social Media

তোষামোদকারী থেকে সাবধান থাকুন

Update Time : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বর্তমানে আপনার একটা ভালো অবস্থান আছে। এই সময় এমন দুই-চারজন আপনার পাশে জুটবে, যারা আপনাকে একেবারে গাছের মগডালে তুলে দেবে। তখন সবাইকে আপনার খুব ছোট মনে হবে, কাউকে মূল্যায়ন করতে ইচ্ছা হবেনা।

তারা আপনাকে একটা বেরিকেডে আটকে ফেলবে। আপনার মনে হবে, আপনার কাউকে দরকার নেই। কারণ সেই দুই-চারজন আপনাকে অসীম আত্মবিশ্বাসের জোয়ারে ভাসিয়ে দেবে। আপনাকে আপনার পূর্বের চেনা পৃথিবী থেকে আলাদা করে দেবে। চেনা মানুষগুলোকে অচেনা বানিয়ে দেবে।

সময়ের পরিক্রমায় একটা সময় আপনার অবস্থার পরিবর্তন হবে। অর্থ-বিত্ত, অবস্থান, প্রভাব-প্রতিপত্তি কমে যাবে। এমন সময় সবার আগে যে দুই-চারজন মানুষের জন্য আপনি গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, যারা আপনাকে চরম আত্মবিশ্বাসী এবং অহংকারী করে তুলেছিল, তারাই সবার আগে সরে যাবে। তাদের ছায়াও আর খুঁজে পাওয়া যাবে না।

আপনার অবস্থার পরিবর্তনের সাথে সাথে বিভিন্নজনের সাহায্য সহযোগিতার দরকার হবে, যা পৃথিবীর নিয়ম। একসময় যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তারাও আর আপনার কাছে আসবে না। পৃথিবীর বাস্তবতা তখন আপনার কাছে পরিষ্কার হবে।

মানুষের একটা চিরাচরিত ভুল হচ্ছে, সুবিধাজনক অবস্থানে থাকতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কখনোই ভাবে না। অথচ সেটাই ভাবা উচিত। আর সকল অবস্থায়, তোষামোদকারী থেকে সাবধান থাকুন।

লেখকঃ রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।