ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিকে মারধরের ঘটনায় থানায় মামলা
- Update Time : ১২:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / 14
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদি ভূঁইয়া এবং জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ হাসানকে মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় মামলাটি রেকর্ড করা হয়। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবাজারে ইসলামিয়া মার্কেটে মারধরের স্বীকার হন সাংবাদিকরা।
এ মামলায় আসামি করা হয়েছে শাহবাগ থানা বিএনপি নেতা ও ২০ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ ও ব্যবসায়ী আবুল হোসেন টাবু।
মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী জানা যায়, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া এবং জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ হাসান গত ০৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটে কেনাকাটা করতে গেলে মার্কেট মালিকের ছেলে সৈয়দ আসিফুল ইসলাম সজলের সাথে পূর্ব পরিচিত থাকায় সৌজন্য সাক্ষাতের জন্য মার্কেটের ৪র্থ তলায় তার অফিসে যান। সেখানে আলাপরত অবস্থায় হঠাৎ সজলের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে মার্কেট দখল ও চাঁদাবাজি করতে শাহবাগ থানা বিএনপির ২০নং ওয়ার্ডের সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলির স্বামী আবুল হোসেন টাবু ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফের নেতৃত্বে সন্ত্রাসীদের ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোঁটা, রড, জিআই পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে অতর্কিত হামলা করে।
এসময় আল সাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও নাহিদ নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিলেও তাদের ওপর হামলার পাশাপাশি তাদেরকেও মাথায় ইট, বাঁশ ও পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
একপর্যায়ে, তাদের লাথি মেরে মাটিতে ফেলে হাতে থাকা অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে ও সাথে থাকা ৩টি মোবাইল, নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র, ০৫টি এটিএম কার্ড, অফিস আইডি কপি এবং বাইকের চাবি ছিনিয়ে নিয়ে যায়।
পরে হামলার খবর পেয়ে সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।