ঢাবির চারুকলা ইউনিটে পাস ১১.৭৫ শতাংশ
- Update Time : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / 66
জাননাহ, ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এতে পাস করেছেন মাত্র ৫৩০ জন শিক্ষার্থী৷ পাসের হার ১১.৭৫ শতাংশ। বাকি ৮৮.২৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর চারুকলা ইউনিটে প্রথম হয়েছেন মো. বাঁধন তালুকদার। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ৯৮.১৬। তার পরীক্ষার রোল নাম্বার ৫১০৬৩৮৯। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী। তার পরীক্ষা অঞ্চল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আইরিন জাহান অন্তরা। তার প্রাপ্ত মোট নম্বর ৯৮ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৭৮)।
চারুকলা ইউনিটে তৃতীয় হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজের শিক্ষার্থী রিভু রোদ্দুর। তার প্রাপ্ত মোট নম্বর ৯৩ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৭৪)।
এর আগে গত ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এবছর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে মোট আবেদন সংখ্যা ৭ হাজার ৩৭টি ছিল। পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ হাজার ৫১০ জন শিক্ষার্থী।