ঢাবিতে মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম
- Update Time : ১০:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / 22
জাননাহ, ঢাবি প্রতিনিধি
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন।
এসময় ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি উদ্যোগে মামলা প্রত্যাহারসহ মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বাসভবনের সামনে আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী বলেন, বাংলাদেশের মজলুম-নিপীড়িত মানুষের স্বাধীনতার কথা বলায় মাহমুদুর রহমানকে নানা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে ফ্যাসিবাদী হাসিনা সরকার। এই নতুন বাংলাদেশে সেই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা সরাসরি স্বাধীনতার চেতনা বিরোধী। দেশে ফ্যাসিবাদের দোসরেরা সীমান্ত দিয়ে পালায় আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা লোকদের জেলে পাঠানো হচ্ছে। স্বাধীন দেশের এমন দৃষ্টান্ত স্পষ্টতই বিচার বিভাগে থাকা হাসিনার দোসরদের পাকাপোক্ত স্বরব উপস্থিতির কথা প্রমাণ করে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান বলেন, তিনি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সেই ফ্যাসিবাদের মিথ্যা মামলা আজ তাকে জেলে যেতে হয়েছে। তিনি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করলেন তখনই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। আপনারা দেখেছেন যখন তিনি কুষ্টিয়ায় মামলার হাজিরা দিতে যায় তখন কিভাবে তার উপরে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পরে মাহামুদুর রহমান যখন বীরের বেশে দেশে ফিরে এসে আত্মসমর্পণ করেন তখন তাকে জেলে পাঠায়। এই স্বাধীন বাংলাদেশে আদালতের এমন সিদ্ধান্তে আমরা খুবি আশাহত। এটা তার প্রতি অন্যায়। আদালত চাইলে উনাকে মুক্তি দিতে পারতো এবং মামলায় খালাস দিতে পারতো৷ কিন্তু আদালত তা করেনি।
মানববন্ধনকারীদের – ‘সাহসের অপর নাম, মাহমুদুর রহমান’; ‘জেলের তালা ভাঙবো, মাহমুদ ভাইকে আনবো’; ‘মাহমুদ ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
উক্ত মানববন্ধনে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জায়েদ চৌধুরী, সাংবাদিক আবদুল আনোয়ার ঠাকুর, জাতীয় নাগরিক কমিটির পক্ষে আতিক মুজাহিদ, ইনকিলাব মঞ্চের সদস্য ও ঢাবি শিক্ষার্থী ফাতিমা তাসনিম, ঢাবি শিক্ষার্থী মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।