জবি প্রতিনিধি:
ঢাকা এম্বাসেডর লিও ক্লাবের ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন লিও ফজলে রাব্বি ফরহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন লিও পারিজাত বিশ্বাস।
শনিবার (৩ জুন) লিও ডিস্ট্রিক্ট ৩১৫, বি২ এর ভাইস প্রেসিডেন্ট লিও মীর হোসেন মাসুদের উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করেন ২০২০-২১ কার্যকরী কমিটির সভাপতি লিও শামসুল আলম আদনান। উক্ত কমিটিতে ক্লাব উপদেষ্টা হিসেবে আছেন লায়ন মো. বোরহান উদ্দিন।
অন্যান্য পদে সহ-সভাপতি ১ লিও আসিফুজ্জামান সজীব, সহ-সভাপতি ২ লিও আশরাফ শাহরিয়ার, প্রাক্তন মুখ্য সভাপতি লিও শামসুল আলম আদনান এবং কোষাধ্যক্ষ লিও মহিমা শাইয়ারা নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ঢাকা এম্বাসেডর লিও ক্লাব ইন্টারন্যাশনাল লিও ক্লাবের ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ এর অধীনস্থ একটি লিও ক্লাব।