ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১৮১ Time View

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ফলে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন।

একই সময়ে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৭ জন। এর মধ্যে ঢাকাতে ১৭৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৪৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের।

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়ালো

Update Time : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ফলে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন।

একই সময়ে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৭ জন। এর মধ্যে ঢাকাতে ১৭৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৪৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের।