ডিমলাতে ছাত্রলীগের ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- Update Time : ০৯:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / 162
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
একটি বৃক্ষ, একটি মুজিব ” এই শ্লোগান নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।
.
বৃহস্পতিবার ৯ জুলাই বিকাল ৪টার দিকে স্থানীয় এমপি সাহেবের বাসার সামনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডিমলা -ডোমার) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
.
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইয়েন কাদের সরকার (কানন) সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।
.
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার জানান, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ” মুজিববর্ষ” উপলক্ষে আমরা উপজেলা ছাত্রলীগের ৪ হাজার নেতা কর্মী মিলে উপজেলার ৯০টি ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা রোপণ করার পরিকল্পনা আছে।
.
তিনি আরও জানান, আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের সার্বিক সহায়তায় মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বজ্রকণ্ঠে বলেন, জননেত্রী মমতাময়ী প্রধানমন্ত্রী, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধারা ছাড়া যদি কেউ এই দেশকে অকৃত্রিম ভাবে ভালোবেসে থাকে তা হল এ বৃক্ষ।
.
সুতরাং আমাদের উচিত, এই পরোপকারী বন্ধু গাছের সংখ্যা বৃদ্ধি করা। এখন বর্ষাকাল, আর গাছ বেড়ে ওঠার এটাই প্রকৃত সময়। তাই আমরা ডিমলা উপজেলা ছাত্রলীগ প্রিয় নেতা মুজিবকে বৃক্ষের মাঝে চির উজ্জীবিত করে রাখব।
Tag :