Homeজাতীয়ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু

জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর কোলে থাকা শিশু সন্তান গুরুতর আহত হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জ উপজেলার রাজটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুসনা বেগম (৪০)। তিনি রাজটিলা গ্রামের মৃত মো. মছদ্দর মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় রেলসেতু পারাপার হচ্ছিলেন রুসনা বেগম। এসময় হঠাৎ পেছন থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে প্রবেশকালে রুসনাকে ধাক্কা দিলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার কোলে থাকা শিশু আবিদ (৫) ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির হোসেন জানান, রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে এক নারী এ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় মা মারা গেলেও সঙ্গে থাকা ৫ বছরের শিশু প্রাণে বেঁচে গেছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

RELATED ARTICLES

Most Popular