Friday, January 21, 2022
Homeজেলাট্রাকচাপায় অটোচালকসহ নিহত ২

ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কাউসার আলম (৩৫) নামে একজনের নাম জানা গেছে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে ও সিএনজিচালিত অটোরিকশাটির চালক। নিহত অপরজন ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, মালবোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রাকটি পথিমধ্যে সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার অটোরিকশা যাত্রী।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular