টিএসসিতে বন্যার্তদের জন্য সংগ্রহের পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকা
- Update Time : ১০:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / 13
জাননাহ, ঢাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – এর আহ্বানে দেশে বন্যার্তদের জন্য চতুর্থ দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম । গত তিনদিন এবং আজকে বিকাল চারটা পর্যন্ত মোট নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে ৪ কোটি ৩৯ লক্ষ ১ হাজার ৬৯০ টাকা।
রোববার (২৫ আগস্ট) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বদলে ত্রাণসামগ্রী সংগ্রহ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্র ও জিমনেসিয়ামে। তবে কেউ নগদ অর্থ সহায়তা ও জরুরি ওষুধ দিতে চাইলে তা দেওয়া যাবে টিএসসির ফটকে বসানো বুথে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শারীরিক শিক্ষাকেন্দ্র, ডাকসু, সিনেটসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, নগদ অর্থের পাশাপাশি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও অর্থ সহায়তা আসছে প্রচুর পরিমাণে।
এদিকে, ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন জিমনেশিয়ামে গেলে দেখা যায়, প্রতি মুহূর্তেই ত্রাণ সাহায্য নিয়ে আসছেন কেউ না কেউ। কাপড়, খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন সাহায্য নিয়ে আসা হচ্ছে।
জনসাধারণের পাশাপাশি বিভিন্ন কোম্পানি, এনজিও, বেসরকারি সংস্থা থেকেও ত্রাণের সাহায্য আসছে। বন্যার্তদের জন্য আসা এসব ত্রাণসামগ্রীতে জিমনেসিয়ামে জায়গাও প্রায় পরিপূর্ণ ।
সমন্বয়করা জানিয়েছেন, প্রতিদিনই ৩০টিরও বেশি ট্রাকভর্তি ত্রাণ বন্যার্ত বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ঢাবি ছেড়ে যাচ্ছে। ত্রাণসামগ্রী প্রস্তুতের জন্য ১৫০০ এর বেশি স্বেচ্ছাসেবক ২৪ ঘণ্টাই কাজ করছেন ।