জাতীয় প্রেস ক্লাবে আবুল মকসুদের জানাজা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ২১২ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৯ মিনিটে তার মরদেহ প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে আনা হয়। পরে সেখানে শ্রদ্ধা জানানো শেষে ২টা ৪৫ মিনিটে আবুল মকসুদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা মনিরুজ্জামান।

জানাজার নামাজের আগে সৈয়দ আবুল মকসুদের মরদেহে শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, দুঃখ ভারাক্রান্ত মনে এখানে হাজির হয়েছি। তিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তিনি প্রেস ক্লাবের পুরনো সদস্য। তার মৃত্যু মেনে নেওয়া যায় না। শুধু সাংবাদিকদের জন্য নয়, জাতির জন্য এটা কষ্টের। আবুল মকসুদ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লিখতেন। জাতিকে তার আরও অনেক কিছু দেওয়ার ছিলো। অনেক সাদামাটা জীবনযাপন করতেন তিনি।

এ সময় আবুল মকসুদের ছেলে নাসিফ মকসুদ বলেন, জীবনের বেশিরভাগ সময় মানুষের কল্যাণে তিনি লিখতেন। হঠাৎ প্রয়াণে হতবিহ্বল হয়েছি।

তার নামাজে জানাজায় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এছাড়াও আবুল মাকসুদের জানাজায় সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তার মরদেহে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং পিআইবির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রেস ক্লাবে জানাজা শেষে দুপুর ২টা ৫৭ মিনিটে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে আবুল মকসুদের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে মারা যান সৈয়দ আবুল মকসুদ। পরে তার প্রথম নামাজে জানাজা ওইদিন রাত ১০টায় ধানমন্ডির মসজিদে তাকওয়ায় অনুষ্ঠিত হয়।

সৈয়দ আবুল মকসুদের জন্ম ১৯৪৬ সালের ২৩ অক্টোবর। তিনি তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তার প্রবন্ধগুলো দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। তিনি বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবনী ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। জার্নাল অব জার্মানি তার লেখা ভ্রমণকাহিনী। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় প্রেস ক্লাবে আবুল মকসুদের জানাজা অনুষ্ঠিত 

Update Time : ০৩:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

 

নিজস্ব প্রতিবেদক:

খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৯ মিনিটে তার মরদেহ প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে আনা হয়। পরে সেখানে শ্রদ্ধা জানানো শেষে ২টা ৪৫ মিনিটে আবুল মকসুদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা মনিরুজ্জামান।

জানাজার নামাজের আগে সৈয়দ আবুল মকসুদের মরদেহে শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, দুঃখ ভারাক্রান্ত মনে এখানে হাজির হয়েছি। তিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তিনি প্রেস ক্লাবের পুরনো সদস্য। তার মৃত্যু মেনে নেওয়া যায় না। শুধু সাংবাদিকদের জন্য নয়, জাতির জন্য এটা কষ্টের। আবুল মকসুদ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লিখতেন। জাতিকে তার আরও অনেক কিছু দেওয়ার ছিলো। অনেক সাদামাটা জীবনযাপন করতেন তিনি।

এ সময় আবুল মকসুদের ছেলে নাসিফ মকসুদ বলেন, জীবনের বেশিরভাগ সময় মানুষের কল্যাণে তিনি লিখতেন। হঠাৎ প্রয়াণে হতবিহ্বল হয়েছি।

তার নামাজে জানাজায় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এছাড়াও আবুল মাকসুদের জানাজায় সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তার মরদেহে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং পিআইবির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রেস ক্লাবে জানাজা শেষে দুপুর ২টা ৫৭ মিনিটে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে আবুল মকসুদের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে মারা যান সৈয়দ আবুল মকসুদ। পরে তার প্রথম নামাজে জানাজা ওইদিন রাত ১০টায় ধানমন্ডির মসজিদে তাকওয়ায় অনুষ্ঠিত হয়।

সৈয়দ আবুল মকসুদের জন্ম ১৯৪৬ সালের ২৩ অক্টোবর। তিনি তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তার প্রবন্ধগুলো দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। তিনি বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবনী ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। জার্নাল অব জার্মানি তার লেখা ভ্রমণকাহিনী। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।