চৌহালীতে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 28

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে কুর্কীস্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কুর্কী বেবি স্ট্যান্ডে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ কাদের মোল্লা।

প্রধান অতিথি ছিলেন, চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আমিরুল শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনজুর কাদের কলেজের অধ্যক্ষ ও সাবেক যুবদল সভাপতি আহসান হাবিব দুলাল, উপজেলা বিএনপির সহসভাপতি মো.বাবুল আক্তার বকুল শিকদার, আব্দুল হাকিম বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আলমগীর হোসেন (টাইগার), শামীম মাহমুদ, ইসমাঈল হোসেন জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি, যুবদল সভাপতি আরমান হোসেন হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোল্লা, ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ শিকদার,উপজেলা তাতীদল যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়াসহ প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌহালীতে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে কুর্কীস্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কুর্কী বেবি স্ট্যান্ডে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ কাদের মোল্লা।

প্রধান অতিথি ছিলেন, চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আমিরুল শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনজুর কাদের কলেজের অধ্যক্ষ ও সাবেক যুবদল সভাপতি আহসান হাবিব দুলাল, উপজেলা বিএনপির সহসভাপতি মো.বাবুল আক্তার বকুল শিকদার, আব্দুল হাকিম বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আলমগীর হোসেন (টাইগার), শামীম মাহমুদ, ইসমাঈল হোসেন জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি, যুবদল সভাপতি আরমান হোসেন হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোল্লা, ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ শিকদার,উপজেলা তাতীদল যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়াসহ প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।