Homeজেলাচৌহালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌহালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইমরুল হাসান,চৌহালী উপজেলা প্রতিনিধি:

‘সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় আজ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সরকারী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা হচ্ছে দিনব্যাপী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের স্মার্ট করতে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সাথে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার, (ভারঃ) শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, শিক্ষক নেতা, লুৎফর রহমান, ফিরোজ শাহ, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সহসভাপতি রোকুনুজ্জামান রুকু, আবু দাউদ রানা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এতে ১২৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

RELATED ARTICLES

Most Popular