চাঁদপুরে সাংবাদিক মিজান মালিকের জন্মদিন পালন

  • Update Time : ০৮:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 113

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার একটি সহযোগী প্রতিষ্ঠান “আলোকিত সাহিত্য ফোরাম” এর উদ্যোগে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে কেক কেটে দৈনিক যুগান্তরের সিটি এডিটর ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি চাঁদপুরের কৃতি সন্তান সাংবাদিক মিজান মালিকের জন্মদিন পালন করা হয়।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানে ভাচুর্য়ালি অংশ গ্রহন করে মিজান মালিক সকলের উদ্দেশ্যে বলেন, এ চাঁদপুরে আমার জন্মভূমী, আমি যেখানেই থাকি চাঁদপুরকে মনে প্রাণে লালন করি। যারা আজকে আমার নিজ জন্মভূমীতে থেকে আমার এ দিনটিকে স্বরন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। বিশেষ করে আলোকিত সাহিত্য ফোরামে আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেনের এ আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমি ভবিষ্যতে চাঁদপুরবাসীর যে কোন প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। চাঁদপুরের উন্নয়নের জন্য আমরা ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরাম কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা চাঁদপুরের রেল ব্যবস্থাকে আরো উন্নত করতে রের মন্ত্রীর সাথে একটি বৈঠকে মিলিত হই। নদী পথে যাত্রীদের সেবা আরো নিরাপদ করতে বেশ কয়েকটি পদক্ষেপ আমার হাতে নেই। এমনকি সড়ক পথে চাঁদপুর থেকে ঢাকার দূরত্ব কমিয়ে আনার জন্য সড়ক ও জনপথের উর্ধ্বতন কতৃর্পক্ষের সাথে কাজ করে যাচ্ছি। তাছাড়া চাঁদপুরের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়া এবং নান্দনীক চাঁদপুর গড়ে তোলা আমাদের মূল লক্ষ। আমরা যেখানে যেই অবস্থায় থাকি, চাঁদপুর আমাদের অন্তরে রয়েছে। আজকের এ আয়োজনে আমাকে ভালোবেসে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাই।

দৈনিক আলোকিত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক, আলোকিত সাহিত্য ফোরামের আহ্বায়ক, মো. জাকির হোসেন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজিবী সমিতির ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী, ডেন্টাল চিকিৎসক ডা. মায়মুনা রহমান ডালিয়া, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে দপ্তর সম্পাদক মহসিন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক মিজান লিটন, যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, বিডি সমাচার ২৪ ডটকমের সহ—সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে সদস্য সজিব হাসান, এড. রফিকুল ইসলাম রনি, এড. সোহেল, সাহিত্যিক পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার আমির হোসেন, ফোরামে সদস্য মো. পিয়াস ইসলাম, মেহেদী হাসান, মহিবুল ইসলাম, ওমর ফারুক রাব্বি, স্বর্ণা, সুমাইয়া ইসলাম, সানজিদা ইসলাম, ইতি আক্তারসহ আরো অনেকে।

উল্লেখ্য, সাংবাদিক মিজান মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন, তিনি একজন পেশাদার সাংবাদিক।
শিল্প —সাহিত্য অঙ্গনে গীতিকার হিসেবে রয়েছে তার ব্যাপক সুনাম ও পরিচিতি। তার অসংখ্য গান দেশের বড় বড় শিল্পীদের মুখে মুখে।

গানের জন্য তিনি ২০০৬ সালে বাচসাস পুরস্কার পান। সাংবাদিকতায় রাষ্ট্রীয় পুরস্কারসহ রয়েছে অসংখ্য অর্জন। তার মূল ভাবনায় বেসরকারি টেলিভিশনে একাধিক নাটক ও সম্প্রসারিত হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক সাংবাদিকতায় মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক দেশের সবচেয়ে বড় পুরস্কার টি পান ২০১৫ সালে। মহামান্য রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন।

একই বছরে তিনি সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) পুরস্কার পান। শ্রেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় ২০১২ সালে তিনি দুদুকের প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড পান। এছাড়া অনুসন্ধান সাংবাদিকতার সেরা অর্জনের জন্য তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিয়ারইউ) ক্যাবসহ অনেকগুলো সংস্থা থেকে পুরস্কার অর্জন করেন। ছাত্রজীবন থেকে লেখালেখি করলেও মূলত অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তার তৃতীয় একটি নয়ন খুলে যায়। যা বলা যায় না বা অব্যক্ত থেকে যায়, এমন অসংখ্য ঘটনা তার মনে রেখাপাত করে। মন কখনো ব্যথাতুর হয়ে ওঠে। সেইসব অদেখা, অজানা অনেক গল্প পাওয়া যায় মিজান মালিকের কবিতায়। প্রেম, দ্রোহ, বিষন্নতা, অপপ্তির চিত্রও শৈপিকভাবে উঠে এসেছে তার কবিতায়। গল্প ছাড়া মলাট তার প্রথম কাব্যগ্রন্থ। টেলিভিশন ও পত্রিকা দুই মাধ্যমে সাংবাদিকতায় রয়েছে তার বেস অভিজ্ঞতা। যমুনা টেলিভিশন, থ্রি —সিক্সটি ডিগ্রী জনপ্রিয়তা পায় তার হাত ধরেই। তিনি বর্তমানে দৈনিক যুগান্তরে সিটি এডিটর হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক মিজান মালিকের জন্ম স্থান চাঁদপুরে। সাংবাদিকতায় শুরু দৈনিক ভোরের কাগজের মাধ্যমে, পরবর্তীতে দেশের প্রথম ট্যাবলেট দৈনিক মানবজমিন পত্রিকাসহ কয়েকটি পত্রিকা কাজ করেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃষ্টিশীল লেখালেখির সাথে যুক্ত রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুরে সাংবাদিক মিজান মালিকের জন্মদিন পালন

Update Time : ০৮:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার একটি সহযোগী প্রতিষ্ঠান “আলোকিত সাহিত্য ফোরাম” এর উদ্যোগে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে কেক কেটে দৈনিক যুগান্তরের সিটি এডিটর ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি চাঁদপুরের কৃতি সন্তান সাংবাদিক মিজান মালিকের জন্মদিন পালন করা হয়।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানে ভাচুর্য়ালি অংশ গ্রহন করে মিজান মালিক সকলের উদ্দেশ্যে বলেন, এ চাঁদপুরে আমার জন্মভূমী, আমি যেখানেই থাকি চাঁদপুরকে মনে প্রাণে লালন করি। যারা আজকে আমার নিজ জন্মভূমীতে থেকে আমার এ দিনটিকে স্বরন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। বিশেষ করে আলোকিত সাহিত্য ফোরামে আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেনের এ আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমি ভবিষ্যতে চাঁদপুরবাসীর যে কোন প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। চাঁদপুরের উন্নয়নের জন্য আমরা ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরাম কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা চাঁদপুরের রেল ব্যবস্থাকে আরো উন্নত করতে রের মন্ত্রীর সাথে একটি বৈঠকে মিলিত হই। নদী পথে যাত্রীদের সেবা আরো নিরাপদ করতে বেশ কয়েকটি পদক্ষেপ আমার হাতে নেই। এমনকি সড়ক পথে চাঁদপুর থেকে ঢাকার দূরত্ব কমিয়ে আনার জন্য সড়ক ও জনপথের উর্ধ্বতন কতৃর্পক্ষের সাথে কাজ করে যাচ্ছি। তাছাড়া চাঁদপুরের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়া এবং নান্দনীক চাঁদপুর গড়ে তোলা আমাদের মূল লক্ষ। আমরা যেখানে যেই অবস্থায় থাকি, চাঁদপুর আমাদের অন্তরে রয়েছে। আজকের এ আয়োজনে আমাকে ভালোবেসে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাই।

দৈনিক আলোকিত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক, আলোকিত সাহিত্য ফোরামের আহ্বায়ক, মো. জাকির হোসেন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজিবী সমিতির ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী, ডেন্টাল চিকিৎসক ডা. মায়মুনা রহমান ডালিয়া, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে দপ্তর সম্পাদক মহসিন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক মিজান লিটন, যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, বিডি সমাচার ২৪ ডটকমের সহ—সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে সদস্য সজিব হাসান, এড. রফিকুল ইসলাম রনি, এড. সোহেল, সাহিত্যিক পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার আমির হোসেন, ফোরামে সদস্য মো. পিয়াস ইসলাম, মেহেদী হাসান, মহিবুল ইসলাম, ওমর ফারুক রাব্বি, স্বর্ণা, সুমাইয়া ইসলাম, সানজিদা ইসলাম, ইতি আক্তারসহ আরো অনেকে।

উল্লেখ্য, সাংবাদিক মিজান মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন, তিনি একজন পেশাদার সাংবাদিক।
শিল্প —সাহিত্য অঙ্গনে গীতিকার হিসেবে রয়েছে তার ব্যাপক সুনাম ও পরিচিতি। তার অসংখ্য গান দেশের বড় বড় শিল্পীদের মুখে মুখে।

গানের জন্য তিনি ২০০৬ সালে বাচসাস পুরস্কার পান। সাংবাদিকতায় রাষ্ট্রীয় পুরস্কারসহ রয়েছে অসংখ্য অর্জন। তার মূল ভাবনায় বেসরকারি টেলিভিশনে একাধিক নাটক ও সম্প্রসারিত হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক সাংবাদিকতায় মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক দেশের সবচেয়ে বড় পুরস্কার টি পান ২০১৫ সালে। মহামান্য রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন।

একই বছরে তিনি সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) পুরস্কার পান। শ্রেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় ২০১২ সালে তিনি দুদুকের প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড পান। এছাড়া অনুসন্ধান সাংবাদিকতার সেরা অর্জনের জন্য তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিয়ারইউ) ক্যাবসহ অনেকগুলো সংস্থা থেকে পুরস্কার অর্জন করেন। ছাত্রজীবন থেকে লেখালেখি করলেও মূলত অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তার তৃতীয় একটি নয়ন খুলে যায়। যা বলা যায় না বা অব্যক্ত থেকে যায়, এমন অসংখ্য ঘটনা তার মনে রেখাপাত করে। মন কখনো ব্যথাতুর হয়ে ওঠে। সেইসব অদেখা, অজানা অনেক গল্প পাওয়া যায় মিজান মালিকের কবিতায়। প্রেম, দ্রোহ, বিষন্নতা, অপপ্তির চিত্রও শৈপিকভাবে উঠে এসেছে তার কবিতায়। গল্প ছাড়া মলাট তার প্রথম কাব্যগ্রন্থ। টেলিভিশন ও পত্রিকা দুই মাধ্যমে সাংবাদিকতায় রয়েছে তার বেস অভিজ্ঞতা। যমুনা টেলিভিশন, থ্রি —সিক্সটি ডিগ্রী জনপ্রিয়তা পায় তার হাত ধরেই। তিনি বর্তমানে দৈনিক যুগান্তরে সিটি এডিটর হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক মিজান মালিকের জন্ম স্থান চাঁদপুরে। সাংবাদিকতায় শুরু দৈনিক ভোরের কাগজের মাধ্যমে, পরবর্তীতে দেশের প্রথম ট্যাবলেট দৈনিক মানবজমিন পত্রিকাসহ কয়েকটি পত্রিকা কাজ করেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃষ্টিশীল লেখালেখির সাথে যুক্ত রয়েছেন।