চাঁদপুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সুজিত রায় নন্দীর ঈদ শুভেচ্ছা বিনিময়
- Update Time : ০৪:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / 31
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
সুজিত রায় নন্দী চাঁদপুর সদরের বাসভবনে দলীয় নেতা কর্মীসহ সর্বস্হরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে অংশ নেন।
সুজিত রায় নন্দীর সঙ্গে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ফরক্কাবাদ কুমুরুয়ায় তার নিজ বাড়িতে সাধারণ মানুষের ঢল নামে। এ সময় কোলাকুলি ও খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে অগনিত মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এরপর হাইমচরে যান সেখানে দলীয় নেতা-কর্মী সহ সর্বস্হরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবে নেন এবং প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পন করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তা আজ চাঁদপুরসহ সারা দেশে দৃশ্যমান। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যার বিকল্প নাই।
এছাড়াও চাঁদপুর সদরের বড় স্টেশন, কালিবাড়ি, পুরানবাজার, রঘুনাথপুর, ডালিরঘাট, ইচুলী চৌরাস্তা, ওয়ারল্যাস, বাবুর হাট, চান্দ্রা চৌরাস্তা, ফরক্কাবাদ বাজার, মদিনা মার্কেট, চান্দ্রা বাজার, বালিয়াবাজারের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সুজিত রায় নন্দীর সাথে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি,দপ্তর সম্পাদক মো. শাহআলম, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, অ্যাডভোকেট দেবাশীষ কর মধু, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাক মন্জু মাঝি সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগে, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।