চাঁদপুরে বাসের ধাক্কায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / ১৪৭ Time View

কচুয়া প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় হাজীগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসি’র বাসের ধাক্কায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় কচুয়া উপজেলার কড়ুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহত উর্মি মজুমদার উমা (২৪) ও মাহবুব আলম (২৪) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্স শিক্ষার্থী এবং সাদ্দাম হোসেন (২৩) চাঁদপুর সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হচ্ছেন ইব্রাহিম (২৪) ও অটোরিকশা চালক মনির হোসেন (৩৫)।

পুলিশ জানায়, সকাল ৭টায় হাজীগঞ্জ থেকে বিআরটিসি’র একটি বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই উর্মি মজুমদার এবং কুমিল্লায় নেওয়ার পথে মাহবুব ও সাদ্দামের মৃত্যু হয়। আহতরা কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

পুলিশ বিআরটিসি’র বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মহিউদ্দিন আহমেদ।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুরে বাসের ধাক্কায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীসহ নিহত ৩

Update Time : ১১:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

কচুয়া প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় হাজীগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসি’র বাসের ধাক্কায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় কচুয়া উপজেলার কড়ুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহত উর্মি মজুমদার উমা (২৪) ও মাহবুব আলম (২৪) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্স শিক্ষার্থী এবং সাদ্দাম হোসেন (২৩) চাঁদপুর সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হচ্ছেন ইব্রাহিম (২৪) ও অটোরিকশা চালক মনির হোসেন (৩৫)।

পুলিশ জানায়, সকাল ৭টায় হাজীগঞ্জ থেকে বিআরটিসি’র একটি বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই উর্মি মজুমদার এবং কুমিল্লায় নেওয়ার পথে মাহবুব ও সাদ্দামের মৃত্যু হয়। আহতরা কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

পুলিশ বিআরটিসি’র বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মহিউদ্দিন আহমেদ।