চাঁদপু‌রে জাটকা রক্ষা অ‌ভিযানে নৌ র‌্যা‌লি

  • Update Time : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / 148

শাওন পাটওয়ারী:

চাঁদপু‌রের পদ্মা-‌মেঘনায় মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাটকা রক্ষা অ‌ভিযান-২০২২ উপল‌ক্ষে (১ মার্চ থে‌কে ৩০ এ‌প্রিল) চাঁদপু‌রে ‌নৌ র‌্যা‌লি মাধ‌্যমে জেলা টাস্ক ফোর্স নদী‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে।

১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় শহ‌রের বড় স্টেশন মোলহে‌ডে র‌্যা‌লির উ‌দ্বোধন ক‌রেন জেলা টাস্ক‌ফোর্স এর সভাপ‌তি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ।

তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন, ১ মার্চ থে‌কে ৩০ এ‌প্রিল পর্যন্ত নদী‌তে সকল ধর‌নের জাল ফেলা ও মাছ ধরা বন্ধ থাক‌বে। তাই জে‌লে ভাই‌দের প্রতি ব‌লবো আপনারা এ দুই মাস নদী‌তে নাম‌বে না। কারন আজ‌কের এ জাটকা আগামী দি‌নের বড় ই‌লিশ। এ সম‌য়ের ম‌ধ্যে জে‌লেদের মা‌ঝে ৪০ কে‌জি ক‌রে চাল দেওয়া হ‌বে। আ‌মি এন‌জিও প্রতি‌নি‌ধি‌দের ব‌লে‌ছি ওনারা এ দুই মা‌সে কোন প্রকার কি‌স্তির টাকা নি‌বে না।

সদর উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা মাহবুবুর রহমানের প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন ‌নৌ অঞ্চ‌লে পু‌লিশ সুপার কামরুজাম্মান, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, মৎস‌্য গ‌বেষণা ইন‌স্টি‌টিউ‌টের মূখ‌্য বৈজ্ঞা‌নিক কর্মকর্তা ড. হারানুর র‌শিদ হারুনুর চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপাত ‌গিয়াস উ‌দ্দিন মিলন, জেলা মৎস‌্য কর্মকর্তা গোলাম মে‌হেদী হাসান।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপু‌রে জাটকা রক্ষা অ‌ভিযানে নৌ র‌্যা‌লি

Update Time : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

শাওন পাটওয়ারী:

চাঁদপু‌রের পদ্মা-‌মেঘনায় মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাটকা রক্ষা অ‌ভিযান-২০২২ উপল‌ক্ষে (১ মার্চ থে‌কে ৩০ এ‌প্রিল) চাঁদপু‌রে ‌নৌ র‌্যা‌লি মাধ‌্যমে জেলা টাস্ক ফোর্স নদী‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে।

১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় শহ‌রের বড় স্টেশন মোলহে‌ডে র‌্যা‌লির উ‌দ্বোধন ক‌রেন জেলা টাস্ক‌ফোর্স এর সভাপ‌তি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ।

তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন, ১ মার্চ থে‌কে ৩০ এ‌প্রিল পর্যন্ত নদী‌তে সকল ধর‌নের জাল ফেলা ও মাছ ধরা বন্ধ থাক‌বে। তাই জে‌লে ভাই‌দের প্রতি ব‌লবো আপনারা এ দুই মাস নদী‌তে নাম‌বে না। কারন আজ‌কের এ জাটকা আগামী দি‌নের বড় ই‌লিশ। এ সম‌য়ের ম‌ধ্যে জে‌লেদের মা‌ঝে ৪০ কে‌জি ক‌রে চাল দেওয়া হ‌বে। আ‌মি এন‌জিও প্রতি‌নি‌ধি‌দের ব‌লে‌ছি ওনারা এ দুই মা‌সে কোন প্রকার কি‌স্তির টাকা নি‌বে না।

সদর উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা মাহবুবুর রহমানের প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন ‌নৌ অঞ্চ‌লে পু‌লিশ সুপার কামরুজাম্মান, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, মৎস‌্য গ‌বেষণা ইন‌স্টি‌টিউ‌টের মূখ‌্য বৈজ্ঞা‌নিক কর্মকর্তা ড. হারানুর র‌শিদ হারুনুর চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপাত ‌গিয়াস উ‌দ্দিন মিলন, জেলা মৎস‌্য কর্মকর্তা গোলাম মে‌হেদী হাসান।