চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা অসংখ্য যাত্রী
- Update Time : ০৩:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 117
চলতি পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে মেট্রোরেল চলাচল। এর ফলে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। এছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একটি সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
তবে অন্য একটি সূত্র দাবি করছে— উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।
মাহমুদুল হাসান নামে এক যাত্রী বলেন, আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালের মতো আটকে আছে। কী হয়েছে, বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ভেতরে বসে আছি, এখন পর্যন্ত প্রায় এক ঘন্টা হতে চলেছে। আর কতক্ষণ আটকে থাকা লাগবে, কিছুই বুঝতে পারছি না।
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ওসিএস স্ট্রিট করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে অন্তত আধা ঘণ্টা সময় লাগবে।