চতুর্থ দিনেও বন্যার্তদের মাঝে খাবার-ঔষধ বিতরণ অব্যাহত রেখেছে ঢাবি ছাত্রদল

  • Update Time : ১০:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / 18

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল চতুর্থ দিনের মতো ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দিন ও রাতে রান্না করা খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিপর্যস্ত কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচী পালন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা দুর্গম এলাকায় ক্যাম্প স্থাপন করে সেখানে রান্না করেন এবং সেই খাবার দূর্গতদের মাঝে পৌঁছে দেন।

এ প্রসঙ্গে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পানিবন্দী মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী কয়েকদিন এ কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে। আমরা মুলত দুর্গত এলাকাসমুহে ক্যাম্প করে সেখানেই রান্নাবান্নার ব্যবস্থা করছি। মানুষের পাশে সবসময়ের মতো ছাত্রদল আছে।

সাধারন সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আমরা এখানে সিলিন্ডার, চালসহ রান্নার প্রয়োজনীয় সকল কিছুই নিয়ে এসেছি। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি দূর্গত এলাকা গুলোতে যেতে। যেসব এলাকায় সচরাচর কেউ যেত পারে না সেসব এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

চতুর্থ দিনেও বন্যার্তদের মাঝে খাবার-ঔষধ বিতরণ অব্যাহত রেখেছে ঢাবি ছাত্রদল

Update Time : ১০:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল চতুর্থ দিনের মতো ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দিন ও রাতে রান্না করা খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিপর্যস্ত কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচী পালন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা দুর্গম এলাকায় ক্যাম্প স্থাপন করে সেখানে রান্না করেন এবং সেই খাবার দূর্গতদের মাঝে পৌঁছে দেন।

এ প্রসঙ্গে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পানিবন্দী মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী কয়েকদিন এ কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে। আমরা মুলত দুর্গত এলাকাসমুহে ক্যাম্প করে সেখানেই রান্নাবান্নার ব্যবস্থা করছি। মানুষের পাশে সবসময়ের মতো ছাত্রদল আছে।

সাধারন সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আমরা এখানে সিলিন্ডার, চালসহ রান্নার প্রয়োজনীয় সকল কিছুই নিয়ে এসেছি। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি দূর্গত এলাকা গুলোতে যেতে। যেসব এলাকায় সচরাচর কেউ যেত পারে না সেসব এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করছি।