গুলশান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

  • Update Time : ০১:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 22

রাজধানীর গুলশান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের একটি টিনের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ওই দুইজন হলেন—রফিক (৬২) ও সাব্বির (১৫)।

জানা গেছে, রফিকের বাড়ি বরিশাল সদর উপজেলার দবদবিয়া গ্রামে ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের একটি টিনের ঘর থেকে রফিক ও সাব্বির নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে এলাকার লোকজন গন্ধ পেয়ে থানায় খবর দেয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার যেকোনো সময় দুর্বৃত্তরা এই দুইজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। তাদের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওসি বলেন, ওই রোডে একটি খালি প্লটে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন রফিক। আর সাব্বির ছিল তার সহকারী। ওই প্লটের পাশে রফিক একটি মুদি দোকান চালাতেন। সেই দোকানের পেছনেই টিনের ঘরে তারা থাকতেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গুলশান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

Update Time : ০১:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর গুলশান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের একটি টিনের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ওই দুইজন হলেন—রফিক (৬২) ও সাব্বির (১৫)।

জানা গেছে, রফিকের বাড়ি বরিশাল সদর উপজেলার দবদবিয়া গ্রামে ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের একটি টিনের ঘর থেকে রফিক ও সাব্বির নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে এলাকার লোকজন গন্ধ পেয়ে থানায় খবর দেয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার যেকোনো সময় দুর্বৃত্তরা এই দুইজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। তাদের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওসি বলেন, ওই রোডে একটি খালি প্লটে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন রফিক। আর সাব্বির ছিল তার সহকারী। ওই প্লটের পাশে রফিক একটি মুদি দোকান চালাতেন। সেই দোকানের পেছনেই টিনের ঘরে তারা থাকতেন।