গুরুতর অসুস্থ টাঙ্গাইলের এমপি আতাউরকে সিএমএইচে ভর্তি
- Update Time : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / 151
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খান গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হেলিকপ্টার করে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ঢাকা নেয়া হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে যান। পরে তার পরীক্ষা নিরীক্ষা করা হলে হৃদরোগ, রক্তে লবনাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা ধরা পরে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌনে আটটার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
আতাউর রহমান খান এমপি সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হয়। তার আগে তার ছেলে আমানুর রহমান খান রানা একই আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন।