গুগল মেসেজে যুক্ত হচ্ছে আইমেসেজ রিঅ্যাকশন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ১৮৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

এবার গুগল মেসেজে নতুন ফিচার হিসেবে আইমেসেজের রিঅ্যাকশন যুক্ত হতে যাচ্ছে। শিগগিরই ব্যবহারকারীরা ইমোজিতে রিঅ্যাকশন ব্যবহারের সুবিধা পাবেন।

নাইনটুফাইভ গুগল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইমেসেজ ব্যবহার না করলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইমোজি ক্যারেক্টারের মাধ্যমে টেক্সটের পরিবর্তে রিঅ্যাকশন ব্যবহার করতে পারবেন। অ্যাপলের আইফোন ও ম্যাক ব্যবহারকারীরা মেসেজে রিঅ্যাকশন যুক্ত করতে পারেন। এসব রিঅ্যাকশনের মধ্যে হার্ট, থাম্বস আপ, থাম্বস ডাউন, হাসি, প্রশ্নবোধক চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্ন থাকতে পারে। রিঅ্যাকশনগুলো আইমেসেজে অ্যানোটেশন হিসেবে প্রদর্শিত হয়ে থাকে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের রিঅ্যাকশনগুলো গ্রিন বাবল হিসেবেও ব্যবহূত হতে পারে। তবে অ্যান্ড্রয়েড সবসময় রিঅ্যাকশনগুলোকে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারে না। যে কারণে মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ আইফোনের হার্ট মেসেজ অ্যান্ড্রয়েডে টেক্সট হিসেবে দেখাবে।

গুগল মেসেজের সর্বশেষ বেটা আপডেটের কোডিং অনুযায়ী, আইমেসেজের রিঅ্যাকশন আর টেক্সট হিসেবে দেখানো হবে না। সেগুলো ইমোজি হিসেবেই প্রদর্শিত হবে। নাইনটুফাইভ গুগল মেসেজের সর্বশেষ বেটা আপডেটের কোডিং লক্ষ করেছে। সেখানের প্রাপ্ত তথ্যানুযায়ী একটি বিষয় পরিষ্কার, এখন থেকে আইমেসেজের রিঅ্যাকশনকে গুগল টেক্সটে প্রদর্শন করবে না। শিগগিরই গুগল সেগুলোকে ইমোজি হিসেবে দেখাবে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরো ভালো সমাধান হিসেবে কাজ করবে। নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, গুগল মেসেজের আরসিএস চ্যাটের তুলনায় আইমেসেজে বিভিন্ন ক্যাটাগরির রিঅ্যাকশন সুবিধা রয়েছে। নতুন আপডেটে গুগল সম্ভবত আইমেসেজ রিঅ্যাকশনের মতো ভিন্নতা যুক্ত করতে কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গুগল মেসেজে যুক্ত হচ্ছে আইমেসেজ রিঅ্যাকশন

Update Time : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

এবার গুগল মেসেজে নতুন ফিচার হিসেবে আইমেসেজের রিঅ্যাকশন যুক্ত হতে যাচ্ছে। শিগগিরই ব্যবহারকারীরা ইমোজিতে রিঅ্যাকশন ব্যবহারের সুবিধা পাবেন।

নাইনটুফাইভ গুগল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইমেসেজ ব্যবহার না করলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইমোজি ক্যারেক্টারের মাধ্যমে টেক্সটের পরিবর্তে রিঅ্যাকশন ব্যবহার করতে পারবেন। অ্যাপলের আইফোন ও ম্যাক ব্যবহারকারীরা মেসেজে রিঅ্যাকশন যুক্ত করতে পারেন। এসব রিঅ্যাকশনের মধ্যে হার্ট, থাম্বস আপ, থাম্বস ডাউন, হাসি, প্রশ্নবোধক চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্ন থাকতে পারে। রিঅ্যাকশনগুলো আইমেসেজে অ্যানোটেশন হিসেবে প্রদর্শিত হয়ে থাকে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের রিঅ্যাকশনগুলো গ্রিন বাবল হিসেবেও ব্যবহূত হতে পারে। তবে অ্যান্ড্রয়েড সবসময় রিঅ্যাকশনগুলোকে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারে না। যে কারণে মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ আইফোনের হার্ট মেসেজ অ্যান্ড্রয়েডে টেক্সট হিসেবে দেখাবে।

গুগল মেসেজের সর্বশেষ বেটা আপডেটের কোডিং অনুযায়ী, আইমেসেজের রিঅ্যাকশন আর টেক্সট হিসেবে দেখানো হবে না। সেগুলো ইমোজি হিসেবেই প্রদর্শিত হবে। নাইনটুফাইভ গুগল মেসেজের সর্বশেষ বেটা আপডেটের কোডিং লক্ষ করেছে। সেখানের প্রাপ্ত তথ্যানুযায়ী একটি বিষয় পরিষ্কার, এখন থেকে আইমেসেজের রিঅ্যাকশনকে গুগল টেক্সটে প্রদর্শন করবে না। শিগগিরই গুগল সেগুলোকে ইমোজি হিসেবে দেখাবে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরো ভালো সমাধান হিসেবে কাজ করবে। নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, গুগল মেসেজের আরসিএস চ্যাটের তুলনায় আইমেসেজে বিভিন্ন ক্যাটাগরির রিঅ্যাকশন সুবিধা রয়েছে। নতুন আপডেটে গুগল সম্ভবত আইমেসেজ রিঅ্যাকশনের মতো ভিন্নতা যুক্ত করতে কাজ করছে।