খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • / ১৯৪ Time View

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা (২৯) ও শুভ সাহা (২৬) নামে দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে একটার দিকে সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি নগরীর সিমেন্ট্রি রোডের মুড়িপট্টি এলাকায়। সৌরভ হাজরা ওই এলাকার গৌতম হাজরার ছেলে। আর শুভর বাড়ি চট্টগ্রামে। তিনি তার বড় চাচার মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) মো. মমতাজুল হক বলেন, সৌরভ ও শুভ দুইজন গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে এম এ বারি সড়কে উল্টো পথে আসছিলেন। মোটরসাইকেলের গতি অনেক বেশি হওয়ায় আলী ক্লাব সংলগ্ন এলাকায় রাস্তার মাঝের স্পিড ব্রেকারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা।

এ সময় রাস্তার পাশের ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গুরুতর আহত হন সৌরভ ও শুভ। পরে টহল পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা (২৯) ও শুভ সাহা (২৬) নামে দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে একটার দিকে সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি নগরীর সিমেন্ট্রি রোডের মুড়িপট্টি এলাকায়। সৌরভ হাজরা ওই এলাকার গৌতম হাজরার ছেলে। আর শুভর বাড়ি চট্টগ্রামে। তিনি তার বড় চাচার মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) মো. মমতাজুল হক বলেন, সৌরভ ও শুভ দুইজন গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে এম এ বারি সড়কে উল্টো পথে আসছিলেন। মোটরসাইকেলের গতি অনেক বেশি হওয়ায় আলী ক্লাব সংলগ্ন এলাকায় রাস্তার মাঝের স্পিড ব্রেকারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা।

এ সময় রাস্তার পাশের ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গুরুতর আহত হন সৌরভ ও শুভ। পরে টহল পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।