Homeসারাদেশখাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ : শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১জানুয়ারী) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইদ্রিস আলীর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ছাইদ বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, সাবেক শিক্ষক আশরাফ আলী, ইউপি সদস্য রবিউল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকুনুজ্জামান রুকু, বিদ্যালয়ের শিক্ষকগন।এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

RELATED ARTICLES

Most Popular