সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) সকাল পেনে ৯ টায় এ দূর্ঘটনা সংগঠিত হয়।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের বেলতলীর তামজিদ সিএনজি পাম্পের সামনে ইকোনো বাস পেছন থেকে অটো রিক্সাকে ধাক্কা দিলে দুই যাত্রী যটনস্থলেই নিহত হয়।
ময়নামতি আমতলী হাইওয়ে পুলিশের ওসি অকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির পিতা মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমারান হোসেন (৩০)। এতে অটোরিকশার চালক রঞ্জন আলি (৭০)সহ আরো দুই যাত্রী আহত হয়েছেন।
আহত দুইজনের মধ্যে একজনের নাম রমজান আলি আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।আহতদের সবাইকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।