কুমিল্লায় নারীসহ সড়কে নিহত ৫
- Update Time : ০১:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / 67
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহানন্দা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনায় একজন নারী ও চারজন পুরুষসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে আমরা চারজনের লাশ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়।
Tag :