কুতুব‌দিয়ায় সাংবা‌দিক‌কের বিরু‌দ্ধে মিথ‌্যা মামলা:  নিন্দা

  • Update Time : ১০:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / 13

নিজস্ব প্রতিবেদক:

কুতুব‌দিয়ায় বখা‌টে পুত্র কর্তৃক মা-‌বোন‌কে মে‌রে তা‌ড়ি‌য়ে দেয়ার খবর  বি‌ভিন্ন মি‌ডিয়ায় প্রকা‌শের জের ধ‌রে কুতুব‌দিয়ার সি‌নিয়র সাংবা‌দিক‌ এম,এ মান্নানকে আসামী ক‌রা হ‌য়ে‌ছে এক‌টি পা‌রিবা‌রিক মামলায়। 

মঙ্গবার (১ অ‌ক্টোবর) কুতুব‌দিয়া জু‌ডি‌শিয়াল আদাল‌তে লেমশীখালী ব‌শির উল্লাহ সিকদার পাড়ার  ইব্রা‌হিম ম‌নির তার স্ত্রী‌ তাছ‌কিয়া জান্নাত‌কে বাদী ক‌রে   মামলাটি  করা হয়। 

মামলার বিবর‌ণে জানা যায়, ইব্রা‌হিম ম‌নির তার মা,বোন‌কে মে‌রে তা‌ড়ি‌য়ে দেয়ার ঘটনায় মা বা‌দি হ‌য়ে মামলা ক‌রেন ছে‌লে ও তার পুত্রবধু‌ তাছ‌কিয়া‌কে আসামী ক‌রে।এ‌তে ক্ষি‌প্ত হ‌য়ে ছে‌লে মা‌য়ের সা‌থে আ‌পো‌ষের  শ‌র্তে জা‌মিন নি‌য়ে উ‌ল্টো মা,বোনসহ নিউজ সং‌শ্লিস্ট সাংবা‌দিক‌কে জ‌ড়ি‌য়ে অপপ্রচার শুরু ক‌রে।

বখা‌টে যুবক ইব্রা‌হি‌মের স্ত্রীর দা‌য়ের করা মিথ‌্যা মামলায় সাংবা‌দিক‌কে জড়া‌নো পূর্ব প‌রি‌ক‌ল্পিত । যার এক‌টি অ‌ডিও রেকর্ড ফাঁস হ‌য়ে‌ছে দু’সপ্তাহ আ‌গে।

সাংবা‌দিক‌কে মিথ‌্যা ও প‌রিক‌ল্পিত মামলায় হুকু‌মের আসামী করায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছেন স্থানীয় বি‌ভিন্ন মি‌ডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

সাংবা‌দিক প্রভাষক নজরুল ইসলাম ব‌লেন, বখা‌টে যুব‌কের বিরু‌দ্ধে সংবাদ প্রকা‌শে ক্ষি‌প্ত হ‌য়ে মিথ‌্যা, বা‌নোয়াট মামলায় হয়রা‌নিমুলক আসামী করা হ‌য়ে‌ছে সাংবা‌দিক মান্নান‌কে। 

কুতুব‌দিয়া প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক হাছান কুতুবী ব‌লেন, সি‌নিয়র সাংবা‌দিক‌ মান্নান‌কে জ‌ড়ি‌য়ে মিথ‌্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তি‌নি মিথ‌্যা মামলা অ‌বিল‌ম্ভে প্রত‌্যাহ‌ারসহ সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে অপপ্রচার ব‌ন্ধের দা‌বি জানান।

সাংবা‌দিক এম, এ মান্নান জানান, ওই প‌রিবার‌টি তার পূর্ব প‌রি‌চিত। গত মা‌সের ৩ তা‌রি‌খে বখা‌টে ছে‌লে ইব্রা‌হিম ম‌নির তার স্ত্রীর সা‌থে বো‌নের ঝগড়ার রেষ ধ‌রে মা-‌বোন‌কে নির্যাতন ক‌রে বা‌ড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দি‌লে তারা আই‌নের দারস্থ হ‌য়।

এরপর থে‌কে ছে‌লেটা নানা রকম অপপ্রচার ক‌রে মা-‌বো‌নের বিরু‌দ্ধে।

অ‌হেতুক তা‌কে এই মামলায় আসামী করায় ক্ষে‌াভ ও নিন্দা জানান। তি‌নি এই পুর্বপ‌রিক‌ল্পিত সাজা‌নো মামলা প্রত‌্যাহারের দা‌বি জানান।

উ‌ল্লেখ‌্য, এ মামলায় ইব্রা‌হি‌মের মা,বোন,মামা‌কেও আসামী করা হ‌য়ে‌ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুতুব‌দিয়ায় সাংবা‌দিক‌কের বিরু‌দ্ধে মিথ‌্যা মামলা:  নিন্দা

Update Time : ১০:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

কুতুব‌দিয়ায় বখা‌টে পুত্র কর্তৃক মা-‌বোন‌কে মে‌রে তা‌ড়ি‌য়ে দেয়ার খবর  বি‌ভিন্ন মি‌ডিয়ায় প্রকা‌শের জের ধ‌রে কুতুব‌দিয়ার সি‌নিয়র সাংবা‌দিক‌ এম,এ মান্নানকে আসামী ক‌রা হ‌য়ে‌ছে এক‌টি পা‌রিবা‌রিক মামলায়। 

মঙ্গবার (১ অ‌ক্টোবর) কুতুব‌দিয়া জু‌ডি‌শিয়াল আদাল‌তে লেমশীখালী ব‌শির উল্লাহ সিকদার পাড়ার  ইব্রা‌হিম ম‌নির তার স্ত্রী‌ তাছ‌কিয়া জান্নাত‌কে বাদী ক‌রে   মামলাটি  করা হয়। 

মামলার বিবর‌ণে জানা যায়, ইব্রা‌হিম ম‌নির তার মা,বোন‌কে মে‌রে তা‌ড়ি‌য়ে দেয়ার ঘটনায় মা বা‌দি হ‌য়ে মামলা ক‌রেন ছে‌লে ও তার পুত্রবধু‌ তাছ‌কিয়া‌কে আসামী ক‌রে।এ‌তে ক্ষি‌প্ত হ‌য়ে ছে‌লে মা‌য়ের সা‌থে আ‌পো‌ষের  শ‌র্তে জা‌মিন নি‌য়ে উ‌ল্টো মা,বোনসহ নিউজ সং‌শ্লিস্ট সাংবা‌দিক‌কে জ‌ড়ি‌য়ে অপপ্রচার শুরু ক‌রে।

বখা‌টে যুবক ইব্রা‌হি‌মের স্ত্রীর দা‌য়ের করা মিথ‌্যা মামলায় সাংবা‌দিক‌কে জড়া‌নো পূর্ব প‌রি‌ক‌ল্পিত । যার এক‌টি অ‌ডিও রেকর্ড ফাঁস হ‌য়ে‌ছে দু’সপ্তাহ আ‌গে।

সাংবা‌দিক‌কে মিথ‌্যা ও প‌রিক‌ল্পিত মামলায় হুকু‌মের আসামী করায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছেন স্থানীয় বি‌ভিন্ন মি‌ডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

সাংবা‌দিক প্রভাষক নজরুল ইসলাম ব‌লেন, বখা‌টে যুব‌কের বিরু‌দ্ধে সংবাদ প্রকা‌শে ক্ষি‌প্ত হ‌য়ে মিথ‌্যা, বা‌নোয়াট মামলায় হয়রা‌নিমুলক আসামী করা হ‌য়ে‌ছে সাংবা‌দিক মান্নান‌কে। 

কুতুব‌দিয়া প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক হাছান কুতুবী ব‌লেন, সি‌নিয়র সাংবা‌দিক‌ মান্নান‌কে জ‌ড়ি‌য়ে মিথ‌্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তি‌নি মিথ‌্যা মামলা অ‌বিল‌ম্ভে প্রত‌্যাহ‌ারসহ সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে অপপ্রচার ব‌ন্ধের দা‌বি জানান।

সাংবা‌দিক এম, এ মান্নান জানান, ওই প‌রিবার‌টি তার পূর্ব প‌রি‌চিত। গত মা‌সের ৩ তা‌রি‌খে বখা‌টে ছে‌লে ইব্রা‌হিম ম‌নির তার স্ত্রীর সা‌থে বো‌নের ঝগড়ার রেষ ধ‌রে মা-‌বোন‌কে নির্যাতন ক‌রে বা‌ড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দি‌লে তারা আই‌নের দারস্থ হ‌য়।

এরপর থে‌কে ছে‌লেটা নানা রকম অপপ্রচার ক‌রে মা-‌বো‌নের বিরু‌দ্ধে।

অ‌হেতুক তা‌কে এই মামলায় আসামী করায় ক্ষে‌াভ ও নিন্দা জানান। তি‌নি এই পুর্বপ‌রিক‌ল্পিত সাজা‌নো মামলা প্রত‌্যাহারের দা‌বি জানান।

উ‌ল্লেখ‌্য, এ মামলায় ইব্রা‌হি‌মের মা,বোন,মামা‌কেও আসামী করা হ‌য়ে‌ছে।