কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন  

  • Update Time : ১০:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / 37

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ: ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি  র‍্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কাচারি পুকুর পাড়ে এসে শেষ হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সদরে কাচারি পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। 

র‍্যালী শেষে কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিক আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

মেরিন ফিসারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, ওয়ার্ল্ডফিসের কর্মকর্তা সুলতান মাহমুদসহ মৎস্য চাষী,শিক্ষার্থী বক্তব্য রাখেন।  

আলোচনা শেষে কুতুবদিয়া উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষী মোঃ মঈন উদ্দিন, তোফায়েল আহমেদ, শাহ আলমকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন  

Update Time : ১০:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ: ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি  র‍্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কাচারি পুকুর পাড়ে এসে শেষ হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সদরে কাচারি পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। 

র‍্যালী শেষে কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিক আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

মেরিন ফিসারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, ওয়ার্ল্ডফিসের কর্মকর্তা সুলতান মাহমুদসহ মৎস্য চাষী,শিক্ষার্থী বক্তব্য রাখেন।  

আলোচনা শেষে কুতুবদিয়া উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষী মোঃ মঈন উদ্দিন, তোফায়েল আহমেদ, শাহ আলমকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।