কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • / ১৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ইউক্রেনে কিয়েভে রাশিয়ারই একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। জানা গেছে, ওকসানা বাউলিনা অনুসন্ধানমূলক ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য সংবাদ সংগ্রহ করছিলেন। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও ধারণ করতে গিয়ে তিনি প্রাণ হারান।

দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ওই ভয়াবহ হামলায় আরও একজন ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন দুজন।

এর আগে ওকসানা বাউলিনা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনেও কাজ করেছেন। এরপরই তিনি রাশিয়া ছাড়েন।

গত বছর রাশিয়ার কর্তৃপক্ষ দুর্নীতিবিরোধী ওই ফাউন্ডেশনকে অবৈধ ও চরমপন্থি হিসেবে আখ্যা দেয় ও এর অনেক কর্মীকে রাশিয়া ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ছয় সাংবাদিক। এ সময় আহত হয়েছেন আরও আটজন। এ তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রেস ফ্রিডম গ্রুপ।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

Update Time : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ইউক্রেনে কিয়েভে রাশিয়ারই একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। জানা গেছে, ওকসানা বাউলিনা অনুসন্ধানমূলক ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য সংবাদ সংগ্রহ করছিলেন। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও ধারণ করতে গিয়ে তিনি প্রাণ হারান।

দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ওই ভয়াবহ হামলায় আরও একজন ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন দুজন।

এর আগে ওকসানা বাউলিনা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনেও কাজ করেছেন। এরপরই তিনি রাশিয়া ছাড়েন।

গত বছর রাশিয়ার কর্তৃপক্ষ দুর্নীতিবিরোধী ওই ফাউন্ডেশনকে অবৈধ ও চরমপন্থি হিসেবে আখ্যা দেয় ও এর অনেক কর্মীকে রাশিয়া ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ছয় সাংবাদিক। এ সময় আহত হয়েছেন আরও আটজন। এ তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রেস ফ্রিডম গ্রুপ।

সূত্র: বিবিসি